ASANSOLBengali News

প্রতিপদেই আবাহন থেকে বিসর্জনও, মহালয়ায় একদিনের দুর্গাপূজো বার্ণপুরের গ্রামে

পর্যটন কেন্দ্র তৈরির আশ্বাস বিধায়ক অগ্নিমিত্রা পালের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ অক্টোবরঃ পঞ্জিকা মতে সাতদিন আগে মহালয়ায় উমা এলেন, আবার একদিনের পুজো নিয়ে মহালয়াতেই ফিরে গেলেন কৈলাশে। অভিনব এমনই একদিনের দুর্গাপুজো হয় পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের ধেনুয়া গ্রামে।
আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ধেনুয়া গ্রামে দুর্গা পুজো হয় দেবীপক্ষে। এই গ্রামের প্রতিমা ” আগমনী ” নামে পরিচিত। দামোদর নদীর তীরবর্তী ধেনুয়া গ্রামে রয়েছে কালিকৃষ্ণ আশ্রম। মঙ্গলবার ছিল অমাবস্যা। সেই রাতে কালি পুজো হয়েছে এই আশ্রমে। তারপরেই বুধবার মহালয়ার সকালে শুরু হয় আগমনী দুর্গা পুজোর প্রস্তুতি।


এখানে একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর আগমনী দুর্গা পুজো হয়। পুজোর শেষে নবমীর ভোগ খেতে আসেন ধেনুয়া গ্রামের মানুষেরা। একদিনের এই পুজো দেখতে বিগত বছরগুলোর মতো এদিন ভিড় জমান এলাকার মানুষেরা। একদিনের এই অভিনব এই দুর্গা পুজো দেখতে ধেনুয়া গ্রামের পাশাপাশি দূরদূরান্ত থেকেও মানুষ এখানে আসেন। তবে গত বছরের মতো এবারও জনসমাগম অনেকটাই কম ছিলো মন্দির চত্বরে।

photo by kajal Mitra


এই পুজোর পুরোহিত আশিষ ঠাকুর বলেন, বিভিন্ন খ্যান অনুযায়ী পুজোর লোকাচারগুলি হয়ে থাকে। চার রকমের ভোগ করতে হয় একদিনেই। দশমীর পুজো শেষে ঘট বিসর্জন হয়ে গেলেও মাতৃ প্রতিমা রেখে দেওয়ার রীতি রয়েছে এই পুজোয়।
কিন্তু কেন এরকম পুজোর আয়োজন ? কবে থেকে শুরু হয়েছে এই পুজো? মন্দির কমিটির সম্পাদক সুবল চন্দ্র খাঁ বলেন, এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাইত ছিলেন জ্যোতিন মহারাজ। তার গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন আজ থেকে ৯১ বছর আগে। বছর চারেক আগে সেবাইত জ্যোতিন মহারাজ মারা গেছেন। তারপর থেকে গ্রামবাসীরাই সেই পুজোর পরম্পরা চালিয়ে আসছেন এখানে।


আরো জানা গেছে, ১৯৩০ সাল থেকে পুজো হয়ে আসছে। দশভূজা দেবী এখানে সিংহবাহিনী হলেও অসুরদলনী নন। উমার সঙ্গে এখানে তার ছেলেমেয়ে থাকেনা। তার পরিবর্তে এখানে আগমনী দুর্গার সঙ্গে থাকেন দুই সখী জয়া ও বিজয়া।
ধেনুয়া গ্রামের বাসিন্দারা একদিনের এই পুজোতে মেতে ওঠেন। তবে বাতাসে পুজো পুজো গন্ধ আসতে না আসতেই শেষ হয়ে যাওয়ায় মন বিষন্ন হয়ে যায় সবারই । দূর্গা পুজো হতে আরও সাতদিন বাকি। কিন্তু তার আগেই উমার আবাহন ও বিসর্জন হয়ে গেল বার্নপুরের গ্রামে।
সদ্য শেষ হওয়া বিধান সভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়ার পরে এদিন প্রথম একদিনের দুর্গাপুজো দেখতে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, এই প্রথমবার এই মন্দিরে এলাম। এইরকম একদিনের পুজো কোথাও দেখিনি ও শুনিনি। অগ্নিমিত্রা আরো বলেন, পাশাপাশি দামোদর তীরবর্তী সবুজে ঘেরা এই এলাকাকে যাতে ট্যুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় তার চেষ্টা করবো। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে এই জায়গাটিকে উন্নত করার জন্য আবেদন করবেন বলে এ দিন বিধায়ক আশ্বাস দিয়েছেন।

Asansol Postmaster Murder Case : सुशील यादव की हत्या में 2 दोषी, सजा कल

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *