ASANSOLBengali News

আসানসোলে চালু হলো স্বয়ংস্নিগ্ধা বিপণনী কেন্দ্র

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র :-মহালয়া শেষ হতে না হতেই কেনা কাটার বৃদ্ধি হলো আর বৃহস্পতিবার দুর্গা পূজার দ্বিতীয়া। আর সেই দ্বিতীয়ার দিনই আসানসোল পৌর নিগমের উদ্যোগে আসানসোল বি এন আর সংলগ্ন রবীন্দ্রভবনের বিপরীতে চালু হলো এক বিপননী কেন্দ্র স্বয়ংসিদ্ধা। মূলত পৌরনিগমের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে চালু হলো স্বয়ংস্নিগ্ধা নামের ওই বিপননী কেন্দ্র। আর এদিনের এই বিপননী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল পৌরনিগমের পূর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী ও বোর্ডের সদস্য় চন্দ্রশেখর কুণ্ডু তথা শ্য়াম সোরেন । আর এদিন এই বিপননী কেন্দ্রের উদ্বোধন করে তিনি বলেন আমাদের গোষ্ঠীর মেয়েদের জন্য চালু করা হলো এই বিপননী কেন্দ্রের। এখন জিনিস কিনলে কিছুটা উপকৃত হবে আমাদের মেয়েরা।

আসানসোল-দুর্গাপুরে দুর্গাপুজোয় জানুন কেমন হবে ট্রাফিক ব্যবস্থা, কোথায় থাকবে “NO ENTRY”, কোথায় ONE WAY 

বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়া ঘাঘরবুড়ি মন্দির পরিদর্শনে পুর প্রশাসক, দিলেন পাশে থাকার আশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *