পৌর নিগমের জল প্রকল্পের পাইপ চুরি করার ঘটনায় গ্রেপ্তার দু জন, পাইপ সহ ট্রাক আটক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌর নিগমের পানীয় জল প্রকল্পের পড়ে থাকা পাইপ চুরি করার ঘটনায় গ্রেপ্তার দু জন। গতকাল রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ইসকো রোডের উপরে টহল দেওয়ার সময় দেখে একটি ট্রাকে পাইপ গুলি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে তৎক্ষণাৎ হাতেনাতে ধরে ফেলে দুজনকে এবং চুরি করা পাইপ সহ ট্রাক আটক করে নেয়ামতপুর ফাঁড়ির পুলিশ নিয়ে যায় নিয়মাতপুর ফাঁড়িতে!আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হয় তদন্ত স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর