BARABANI-SALANPUR-CHITTARANJAN

পাঁচ কেজি গাঁজা সহ দুই যুবক ধৃত,তাছাড়া ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত ধৃত দুই

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত আল্লাডি,জেমারী, দেন্দুয়া অঞ্চলে মাদকের কারবার ক্রমশ বৃদ্ধি পেয়েছে।যার ফলে অত্যন্ত সতর্ক হয়েছে পুলিশ এলা কায় মাদকের কারবারীদের ধরার জন্য সক্রিয় হয়েছে পুলিশ।তার ফল সরূপ গতকাল রাতে পাঁচ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

সালানপুর থানার ইনচার্জ ইনচার্জ পবিত্র গাঙ্গুলি ও রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডলের নেতৃত্বে গোপন সূত্রের খবরের মারফত জেমারি মোডের এক গুমটিতে দুই যুবক আসা মাত্রই তাদের আটক করে পুলিশ,ধৃত দুই যুবকের নাম জানা যায় গুরুপদ পন্ডিত এবং মুন্না আনসারী।তাদের কাছে থেকে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।ধৃত দুই আসামীকে জেলা আদাল তে তোলা হলে তাদের তদন্ত সরূপ পুলিশী হেফা জতে নেওয়া হয়।তাছাড়া একই সঙ্গে বড় সাফল্য অর্জন করলেন রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ ঠিক পুজোর মুখে অত্যন্ত কড়া তল্লাশি জারি রেখেছে পুলিশ।

তারই ফল সরূপ ডাকাতির ছক কষা দুইজন দুষ্কৃতীকে হাতে নাতে ধরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।ওই ধৃত দুই ব্যাক্তি রবিন বাউরী এবং রবি ভারতী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তারা একটি নির্দিষ্ট এলাকায় ডাকাতির ছক কষছিলো।এদেরও আদালতে তোলে পুলিশী হেফাজতে নিয়ে পুরো দলটিকে ধরার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে

Leave a Reply