বিগত ২৩ বছর ধরে মুখার্জী পরিবারে দুর্গাপুজো
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল,: বিগত ২৩ বছর ধরে আসানসোলের মুখার্জী পরিবারে আয়োজিত হয়ে চলেছে দুর্গাপুজো। মুখার্জী পরিবারের পক্ষ থেকে মা দুর্গার বোধনের দিন অভাবী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।নাগরিক সচেতনতার জন্য হিন্দি, বাংলা, ইংরেজি সংবাদপত্রের সাম্প্রতিক সংখ্যাগুলি প্রদর্শিত হয়। এরই সঙ্গে করোনা সচেতনার জন্য বিভিন্ন কার্যক্রম করা হয়। পুরনো সংস্কৃতি প্রদর্শিত হয়। সমস্ত কার্যক্রম শহীদ নকশাল নেতা মহাদেব মুখার্জীর স্মরণ করা হয়।
সম্পূর্ণ এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শহীদ নকশাল নেতা মহাদেব মুখার্জির পুত্র মৃত্যুঞ্জয় মুখার্জী, তুষারিকা মুখার্জী, হিমাদ্রী মুখার্জি, নীলাদ্রী মুখার্জি, সৌম্যদীপ ব্যানার্জী, গোপা বড়ুয়া সহ প্রচুর স্থানীয় মানুষের ভূমিকা রয়েছে। এই দুর্গাপুজোর আয়োজক মৃত্যুঞ্জয় মুখার্জি বলেন, এই দূর্গাপূজার উদ্দেশ্য সামাজিক সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এরই সঙ্গে অভাবী মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য করা।
মেজিয়া ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল রানীগঞ্জের বাসিন্দার
Durgapuja 2021 Asansol-kolkata Puja Parikrama
বিশ্ববাংলা শারদ সম্মান ২০২১ : পশ্চিম বর্ধমান জেলায় সেরা আসানসোলের ১ ও দূর্গাপুরের ২টি পুজো