দুর্গাপুরে মর্মান্তিক ঘটনা, ঠাকুর দেখতে যাওয়ার সময় ক্যানেলে পড়ে মৃত্যু এক কিশোরের
বেঙ্গল মিরর, দুর্গাপুর: নবমীর দিন সকালে একদিকে যখন দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছেন দুর্গাপুর শহরের মানুষ তখন দুর্গাপুরের দেশবন্ধু নগর কলোনি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।ঠাকুর দেখতে যাওয়ার সময় ক্যানেলে পড়ে মৃত্যু এক কিশোরের।




দুর্গাপুরের করঙ্গ পাড়ার থেকে 14 বছরের কুনাল হালদার ঠাকুর দেখতে যাওয়ার জন্য দুর্গাপুর শিল্পাঞ্চলের দেশবন্ধু নগর কলোনি এলাকায় তার জেঠুর বাড়ি যায়। খাবার খেয়ে তার ন বছরের জ্যাঠতুত ভাইকে নিয়ে এলাকায় পূজা দেখতে বের হয়। রাস্তায় দেশবন্ধু নগর এলাকায় ক্যানেলের ধার দিয়ে যাওয়ার সময় পা পিছলে ক্যানেলের জলে পড়ে যায় দুজন।
কুনালের জেঠতুতো ভাই গাছের ডাল ধরে কোনমতে বেঁচে গেলেও ক্যানেলের জলে তলিয়ে যায় কুনাল। স্থানীয়রা দেখতে পেয়ে কুণালকে ক্যানেলে জল থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কুণালের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।