বর্ধমানে সাহা বাড়ির ১১১ বছরের কুমারী পুজো
বেঙ্গল মিরর, বর্ধমান : বর্ধমানের নতুন পল্লী সাহা বাড়ির পুজো তে অষ্টমী তিথিতে সম্পন্ন হলো কুমারী পূজা kumari puja। এদিন কুমারী পূজার মধ্য দিয়ে অষ্টমী পুজো করা হয় ।পাশাপাশি সুভাষপল্লি সারদা আশ্রমেও মহা ধুমধাম সহকারে কুমারী পুজোর আয়োজন করা হয় ।সাহা বাড়ির সকল সদস্যরা এই পুজোয় অংশ গ্রহণ করেন। এদিন সাহা বারির এক সদস্য রিমা সাহা জানান বিগত ১১১ বছর ধরে এই পুজো হয়ে আসছে। মহা ধুমধাম সহকারে প্রত্যেক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাহা বাড়ির পুজো হয়। কিন্তু করোনা আবহে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে এবারে পুজো করা হয়।তিনি আরও বলেন ফুল মিষ্টি ও অন্যান্য সামগ্রী কলকাতা থেকে বিশেষভাবে নিয়ে আসা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে পুজোয় আনন্দে মেতে ওঠেন পরিবারের সকলে। পাশাপাশি বর্ধমান সুভাষপল্লী সারদা আশ্রমে একই নিয়মমতো কুমারী পূজা পালিত হয় বর্ধমান জেলায় বিভিন্ন জায়গার ভক্তরা এদিন আসেন এই কুমারী পূজোতে.