DOUBLE MURDER: শশুর বাড়িতেই জামাইয়ের হাতে খুন দুই, অভিযুক্ত আটক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- (ASANSOL DOUBLE MURDER) -পারিবারিক বিবাদের জেরে শশুর বাড়িতেই জামাইয়ের হাতে খুন দুই।শনিবার মধ্য রাত্রি নাগাদ আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েতের নুনি উপর বাউরিপাড়ায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বাড়ির মধ্যে খুন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতের পরিবারের সদস্যদের। ঘটনার খবর দেওয়া হয় উত্তর থানায় নর্থ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা যায় মৃত দুই জনের মধ্যে বুধন বাউড়ি ও অশোক বাউড়ি।তাদের বাড়ি বারাবনি ব্লকের নুনি গ্রামে। অভিযুক্ত জামায় হারু বাউড়ি কে আটক করেছে পুলিশ। পরিবার সূত্রে একজনকে গামছা পেঁচিয়ে ও অন্য একজনকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে ।