দুর্গাপুরে মৌমাছির কামড়ে এক বৃদ্ধর মৃত্যু
বেঙ্গল মিরর, দুর্গাপুর: মৌমাছির কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধর। মৃতের নাম বিকে সিং বয়স আনুমানিক 70 বছর।সোমবার বিকেলে দুর্গাপুরের এমএ এম সি কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত BOHL কারখানার আধিকারিকের মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন সোমবার ওই বৃদ্ধ রাস্তা দিয়ে হেটে পারাপার করার সময় দুর্গাপুরের একটি সরকারি মহাবিদ্যালয় কাছে তাকে এক ঝাঁক মৌমাছি ঘিরে ধরে। ঘটনার পরই তিনি ছুটে স্থানীয় একটি নির্মীয়মান বাড়ির জলাশয় ঝাঁপ দেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
সোমবার গভীর রাত্রে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঐ বৃদ্ধর মৃত্যু হয়। মঙ্গলবার মৃত দুর্গাপুরের BOGL কারখানার আধিকারিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই রাস্তা দিয়ে পারাপার করতে হলে রীতিমতো আতঙ্কের মধ্যে পারাপার করতে হয়।
অবসরপ্রাপ্ত কারখানার ওই আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।