Spiderman Viral দুর্গাপুরে হঠাৎই দেখা মিললো, কে ছিলো ঐ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৪ অক্টোবরঃ হঠাৎই পশ্চিম বর্ধমান জেলার ইস্পাত নগরী দুর্গাপুরের সিটিসেন্টার বাসস্ট্যান্ডে স্পাইডার Spiderman ম্যানের আবির্ভাব। এক লাফে সরকারি বাসের ছাদে । এক বাসের ছাদ থেকে অন্য বাসের ছাদে ঝাঁপ সেই স্পাইডার ম্যানের।তার ঝাঁপাঝাপি লাফালাফি দেখতে বাসস্ট্যান্ডে বাস ধরতে আসা যাত্রীদের সহ পথচারীদের ভিড় জমে যায় শনিবার দুপুরে ৷ সরকারি বাসের চালক, কনডাক্টর থেকে স্পাইডার ম্যানকে ব্যস্ত হয়ে পড়েন।
বাসস্ট্যান্ডের যাত্রীরা বাস থেকে নেমে স্পাইডার ম্যানের Spiderman সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু করে দেন। কোনও রকমে বাস কর্মীরা তাদেরকে শান্ত করেন। বাস কর্মী স্পাইডার ম্যানকে সরকারি বাসে এমন করতে সতর্ক করেন। পরিস্থিতি বেগতিক বুঝে স্পাইডার ম্যান এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটিসেন্টারের দুটি বড় মলে গিয়েও এদিন একই ভঙ্গিমায় ঝাঁপাঝাপি করে ঐ স্পাইডার ম্যান। চোখের সামনে বাস্তবে সিনেমার মতে এমন রোমাঞ্চকর দৃশ্য দেখে আনন্দ উপভোগ করেন সবাই। শনিবার রাতের পরে স্পাইডার ম্যানের ক্যারিশ্মা দেখানোর সেইসব ভিডিও দুর্গাপুরের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Spiderman যদিও চলচিত্র জগতের এই দৃশ্য জনবহুল এলাকায় বাস্তবে দেখে শিশু মনে বিপদ ডেকে আনার আশঙ্কা করছেন ইস্পাত নগরীর মানুষেরা।তাদের বক্তব্য এমন ব্যস্ত বহুল এলাকায় এটা হয়ে গেলো, অথচ পুলিশ কিছু করোলো না
রবিবারেও জানা যায়নি যে, কে ছিলো ঐ স্পাইডার ম্যান।