আসাসনসোল পুরনিগম কুলটির ৬ হাজার বাড়িতে জলের কানেকশন দেবে : চন্দ্রশেখর
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কুলটি এলাকার কয়েক হাজার মানুষের ঘরে ঘরে জলের কানেকশন দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য তথা কুলটি বোরো ইনচার্জ চন্দ্রশেখর কুন্ডু শনিবার ইঞ্জিনিয়ারদের সাথে কুলটি জল প্রকল্পের অবস্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। বিস্তারিত তথ্য নেওয়ার পর, চন্দ্রশেখর কুণ্ডু জানান যে এখন পর্যন্ত কুলটি এলাকার তিনটি বরোর অধীনে ২৮ টি ওয়ার্ডে ৩২ হাজার ৭৩০ টি বাড়িতে জল সংযোগ ( Water Connection) দেওয়া হয়েছে। শিগগিরই আরও ৬ হাজার বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে।
এর ফলে ওই অঞ্চলের হাজার হাজার পরিবারকে সুবিধা পাবে। লক্ষণীয় বিষয় হলো যে, কুলটি জল প্রকল্পটি বিভিন্ন কারণে বছরের পর বছর থেমে ছিল যা তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারীর আমলে সম্পন্ন হয়েছিল। কুলটি জল প্রকল্পে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে। ওই সময়ে ৩২ হাজারেরও বেশি বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়। কিন্তু কিছু বাকি রয়ে গিয়েছিল । বর্তমানে সেই বাকি থাকা বাড়িগুলোতে জলের কানেকশন দেওয়ার মাধ্যমে জল সরবরাহের প্রস্তুতিপর্ব চলছে।
Paschim Bardhamanপুজোর পরে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন
Shyam Sel কারখানার ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যুতে উত্তেজনা