অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন
बंবেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত আরাডাঙ্গা দুর্গা মন্দির পরিসরে সোমবার সন্ধ্যায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।এই উপলক্ষে প্রথমে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস-এর সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। বিজয়া সম্মিলনী উপলক্ষে বেশ কয়েকজন সাফাই কর্মীকে ফুলের তোড়া ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। বিজয়া সম্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জি, রজত প্রসাদ, মিঠু মুখার্জি, জয় মুখার্জি, সম্রাট সিনহা, শর্মিষ্ঠা মুখার্জী সহ অন্যান্য সদস্য ও সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




Rising Asansol ने उत्तराखंड में मृत बंगाल के पर्वारोहियों को दी श्रद्धांजलि
Asansol Illegal Arms Case : महिला समेत 3 गिरफ्तार, किचन में था अंडरग्राउंड का रास्ता