আসনসোলে দুটি পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্য়ু
বেঙ্গল মিরর, রানীগঞ্জ ,চরণ মুখার্জি : বুধবার জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি এলাকার বেঞালী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে দুপুর বারোটা নাগাদ এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করার সময় অজ্ঞাতবাস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেনালীর গোয়ালা পাড়া বাসিন্দা বছর 65 পয়ষট্টি ভক্তিপদ গোপের। পেশায় প্রাক্তন খনি কর্মীর এই মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পরপরই মৃত ব্যক্তির পরিজন ও পাড়া-প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধঘণ্টা এই বিক্ষোভের জেরে জাতীয় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে শ্রীপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহ উদ্ধার এর সাথেই বিক্ষোভকারীদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে যে ঘাতক বাসটি এই ঘটনা ঘটিয়েছে সেই বাসটির করো অধিক পায়নি পুলিশ।



কুলতোড়া GT রোডে পথ দুর্ঘটনায় মৃত এক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- অন্য়দিকে বরাকর থেকে আসানসোল এর উদ্দেশ্যে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত এক যুবকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ কুলটি থানার কুলতোরার গ্রীন point স্কুলের নিকট G T রোডে। ঘটনা সুত্রে জানা যায় ওই যুবক বরাকর দিক থেকে আসানসোল দিকে যাওয়ার পথে কুলতোরার সামনে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়
ঘটনার খবর পেয়ে কুলটি থানার ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় জানা যায়নি