বার্ণপুরে অস্ত্র কারখানা : মুল মাথাকে গ্রেফতার করলো হিরাপুর থানার পুলিশ, ৭ দিনের রিমান্ড
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৯ অক্টোবরঃ আসানসোলের হিরাপুর থানায় বার্ণপুরের আজাদ নগরের নয়াবস্তিতে একটি বাড়িতে থাকা অস্ত্র কারখানার মুল মাথা বা অন্যতম কিংপিন মহঃ আফজলকে গ্রেফতার করা হলো। হিরাপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বার্ণপুরের রহমতনগরের বাসিন্দা আফজলকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমত নগরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । জাভেদ আনসারির বাড়িতে অস্ত্র কারখানার জন্য জায়গা ঠিক করে দেওয়া ও সেখানে প্রথমে তার আত্মীয় পরে কারিগরদের বিহারের মুঙ্গের থেকে এই আফজলই নিয়ে এসেছিল বলে জানা গেছে। এই অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত আরো কয়েকজনকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে । ইতিমধ্যেই পুলিশ ঐ বাড়ির মালিক জাভেদ, তার স্ত্রী ফরজানা খাতুন ও বিহারের মুঙ্গেরের বাসিন্দা অস্ত্র তৈরি কর্মী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে। ঐ চারজন বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। আফজালকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন ।
বার্ণপুরে অস্ত্র কারখানা, ধৃত ৪ জনের ১০ দিনের পুলিশ রিমান্ড
Asansol Illegal Arms Factory চোরা কুঠুরিতে, ধৃত দুই কারিগর, বাজেয়াপ্ত প্রচুর আগ্নেয়াস্ত্র