কালি পুজোর আগের দিন পুরনিগমের সাফাই কর্মীদের চাল দিলেন পুর প্রশাসক
.বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ নভেম্বরঃ কালি পুজোর আগের দিন বুধবার দুপুরে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের হাতে খাদ্য সামগ্রী হিসাবে চাল তুলে দিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন আসানসোল পুর প্রশাসক বোর্ডের দুই ভাইস চেয়ারম্যান ডঃ অমিতাভ বসু ও মানস দাস এবং সদস্য চন্দ্রশেখর কুন্ড শ্যাম সোরেন সহ অন্যান্যারা।
পুর প্রশাসক বলেন, সব উৎসব ও পুজোর সময় আমরা আনন্দে মেতে উঠি। কিন্তু আমাদের সেই আনন্দে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য দিনরাত এক করে কাজ করেন এই সাফাই কর্মীরা। তাই তাদের হাতে কালি পুজোর আগে পুরনিগমের তরফে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। জানা গেছে, এদিন সবমিলিয়ে ৪০৫ জন সাফাই কর্মীকে চাল দেওয়া হয়।
বিজয়া সম্মেলন পালন করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়েস্ট জোন