দামোদর ছট ঘাট পরিদর্শন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসন্ন ছট পূজাকে সামনে রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতারাও বেশ তৎপর হয়ে উঠেছেন।এই ধারাবাহিকতায়, প্রবীণ টিএমসি নেতা প্রবোধ রাই, নেতৃত্বে দিলীপ ঠাকুর ও চাঁদ তিওয়ারি আজ দামোদর ছট ঘাট পরিদর্শন করেন। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সিআই, এস পাল, এসিপি প্রতীক রাই, হীরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, অনুপ কুমার মাঝি, পূর্ণেন্দু চৌধুরী, উৎপল সেন প্রমুখ।এ প্রসঙ্গে প্রবোধ রায় বলেন, ছটের দিন এখানে এক লাখের বেশি মানুষ আসেন।এমন পরিস্থিতিতে প্রচুর যানবাহনও আসে।
সেইসব যানবাহন গুলির পার্কিং এবং মানুষের সুবিধা খতিয়ে দেখার জন্য আজ এই জায়গা পরিদর্শন ।তিনি বলেন, যেহেতু ছট একটি বড় আস্থার উৎসব এ বিষয়টি মাথায় রেখেই এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাছাড়া ছট ব্রতীদের যাতে কোনপ্রকার অসুবিধা নাহয় সেদিকটিও ঘুরে দেখছেন ।এর আগেও তিনি এলাকা ঘুরে দেখেছেন।ছট পূজার সময় পুলিশ এর পাশাপাশি স্থানীয় ভলেনটিয়ার রাখা হবে যাতে কোনপ্রকার যানজট বা বিক্ষিপ্ত পরিবেশ না ধারণ করে ।