আসানসোল দূর্গাপুরের পুলিশকে স্মারক লিপি দিলো হিন্দু জাগরণ মঞ্চ
বেঙ্গল মিরর,সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ নভেম্বরঃ আমাদের দেশে দিনের পর দিন বেড়েই চলেছে রাষ্ট্রদ্রোহিতার প্রবণতা এবং আজ বর্তমানে এই প্রবনতার শিকার আমাদের শহর আসানসোল।
কিছুদিন আগে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের পরাজয়ে আসানসোলের বেশ কিছু এলাকায় ফটকা ফাটানোর পাশাপাশি দেশ বিরোধিতার কুৎসিত স্লোগান ওঠে। ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেটপ্রেমী আসানসোলের সুশীল সমাজ।
এই ঘটনা প্রথমবার নয় অতীতেও দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বকে বিঘ্নিত করার পাশাপাশি আসানসোল শহরের গরিমাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে বারংবার।তাই এ ধরনের অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যাতে আর না হয় তারই পরিপ্রেক্ষিতে “আসানসোল হিন্দু জাগরণ মঞ্চ”র উদ্যোগে চার সদস্যের প্রতিনিধিদল এক স্মারকলিপি প্রদান করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে ,DCPআশ্বাস দেয় তারা এই বিষয়গুলোর উপর রীতিমতো তৎপর এবং ভবিষ্যতেও এই ধরনের প্ররোচনামূলক অপরাধ দমনে তাদের সক্রিয় ভূমিকা থাকবে। ছিলেন অমিত সরকার, পীযুষকান্তি গোস্বামী, অভিজিৎ রায়, জয়দীপ মাজি।