ASANSOL

আসানসোল পুরনিগমের নির্বাচন দ্রুত করার দাবি জানালো জেলা বিজেপি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ নভেম্বরঃ দেওয়ালির ঠিক আগে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর পরে, দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলিও তাদের ভ্যাট কমিয়েছে। যার জেরে পেট্রোল-ডিজেলের দাম কমেছে। তাতে বেশ স্বস্তি পাচ্ছেন ঐসব রাজ্যের মানুষ। বিজেপি এখন বাংলার রাজ্য সরকারের কাছে সেই ভ্যাট বা কর কমানোর দাবি করছে। সেই সঙ্গে বিজেপি আসানসোল-সহ বিভিন্ন পুরসভার নির্বাচন বকেয়া রয়েছে
শীঘ্রই করার দাবি করছে।

বিজেপির জেলা আহ্বায়ক শিবরাম বর্মণ শুক্রবার আসানসোলের ২ নং জাতীয় সড়কের বিজেপি জেলা অফিসে এক সাংবাদিক সম্মেলনে এইসব কিছু নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের দামে স্বস্তি দেওয়ার পরে, ১৫ টি রাজ্যের রাজ্য সরকারও তাদের কর কমিয়েছে। যার কারণে সেখানকার মানুষ সস্তায় পেট্রোল-ডিজেল পাচ্ছেন। বাংলার রাজ্য সরকারের উচিত শীঘ্রই কর কমানো। না হলে বিজেপি আন্দোলনে নামবে। কারণ পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে তৃনমুল কংগ্রেস সোচ্চার হয়ে উঠছিল।

তিনি আরো বলেন, কিছুদিন আগেই আসানসোলে বৃষ্টি অনেক ক্ষতি করেছে। আসানসোলের পুর নির্বাচন এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। যপ কারণে দুর্ভোগে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পীযূষ গোস্বামী, প্রমোদ পাঠক, দিলীপ দে, সুদীপ চৌধুরী, উপাসনা উপাধ্যায় প্রমুখ।

দামোদর নদীর উপর সেতু বানাতে গেলে রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে : অগ্নিমিত্রা পাল 

Asansol Special Police সমাজের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *