পথের ভাইদের ফোঁটা দিলো অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মহিলা সদস্যরা
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ নভেম্বরঃ ” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা”, ” আর কী আমি চাই “, “নাই বা পেলাম পান্না চুনী”, ” দুঃখ আমার কিছু নাই “…..। শনিবার এই কথা মনে করেই পথে বা রাস্তায় থাকা ভাইদের কপালে ফোঁটা দিলো অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের আসানসোল মহিলা শাখা। সংগঠনের রাজ্য সম্পাদিকা মিঠু মুখোপাধ্যায় ও তৃপ্তি চট্টোপাধ্যায়দের সঙ্গে ছিলেন অন্যরাও।




এই দিনটি এমন ভাবে পালন করতে গিয়ে মিঠু ও তৃপ্তিদেবীরা বলেন, ওরা এইসবের মানে হয়তো জানে না। জানার মতো মনের ইচ্ছে বা অবস্থা তাদের নেই। দুমুঠো সাদা ভাতই ওরা চেনে। কিন্তু ওদেরও তো ইচ্ছে হয় । তাই তাদের আনন্দ দিতে এই সামান্য আয়োজন। তারা আরো বলেন, আমরা এই দিনটায় বাড়িতে বিপুল আয়োজন করে শঙ্খ ধ্বনি ও কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইদের মঙ্গল কামনা করি।এখানে আয়োজন হয়তো দেখতে বিপুল বা জাঁকজমকপূর্ণ ছিলো না। সাধ্যের মধ্যে থেকে এক অভিনব ভাই ফোটার আয়োজন করেছিলাম । ওদের আনন্দতেই আমরা খুশি।
এমন করে কজনই বা ভাবে ওদের কথা। আমরা ওদের পাশে ছিলাম, আছি আর আগামী দিনে থাকবো।
এমন একটা দিনে অচেনা, অজানা মানুষের ভিড়ে এমন দিদি ও বোনেদের ফোঁটা পেয়ে খুশি রামপ্রসাদ ও হরিহরেরা। তাদের কথায়, কেউ তো আছে যারা আমাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে।