ASANSOL-BURNPUR

আদিবাসী গ্রামে ভাইফোঁটা দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ নভেম্বরঃ অন্যরকম একটা ভাইফোঁটা দেখল আসানসোল। শনিবার আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক তথা বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল আদিবাসী গ্রামে গিয়ে দাদা ও ভাইদের দিলেন ভাইফোঁটা।
আসানসোল দক্ষিণ বিধান সভার বড়ডাঙ্গা গ্রামে আদিবাসী অধ্যুষিত গ্রামে তিনি ভাইফোঁটা দেন। একইসঙ্গে গ্রামের মহিলাদের শাড়ি ও চাদর উপহার হিসাবে তুলে দেন বিধায়ক। ধামসা মাদলের তালে তালে মহিলাদের সঙ্গে নাচ করেন বিজেপির সেলিব্রিটি বিধায়ক। আদিবাসী সমাজের মধ্যে ভাইফোঁটার রেওয়াজ নেই। কিন্তু অনগ্রসর সমাজকে পাশে থাকার বার্তা দিয়ে দিদি হিসাবে তাদের গ্রামে গেলেন ও ভাইফোঁটা দিলেন।


এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, অন্য বছর কলকাতায় দলের রাজ্য অফিসে এই দিনটায় যাই। সেখানে ভাইফোঁটার অনুষ্ঠানে অংশ নিতাম। কিন্তু এদের সঙ্গে এই দিনটা কাটাবো বলে, আর কলকাতায় যাইনি। এরা তো আমাকে জিতিয়েছে। আমার নিজের কোন ভাই বা দাদা নেই। মামাতো ভাই আছে। এদিন সকালে তাকে প্রথমে ভাইফোঁটা দিয়েছি। তারপর দলের হয়ে আমার সঙ্গে থেকে কাজ করে তাদেরকে দিয়েছি। তারপর এখানে এলাম। খুব ভালো লাগলো।
এদিকে, আদিবাসী গ্রামের মানুষেরাও তাকে পেয়ে খুব খুশি।

Leave a Reply