যুবক যুবতীদের কর্মসংস্থান করবে কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ দপ্তর , উদ্যোগী বিধায়ক অগ্নিমিত্রা পাল
বেঙ্গল মিরর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ নভেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বার্নপুরের সূর্যনগরে ছিল বিখ্যাত ঢাকেশ্বরী কটন মিল। সেই মিল বন্ধ হয়ে যায় বাম আমলেই। এই এলাকায় এখন শিল্প না থাকলেও গড়ে উঠেছে জনবসতি। আশপাশের এলাকায় রয়েছে বহু গ্রাম। বলতে গত এক দশকেরও বেশি সময়ে নতুন করে এই এলাকায় আর কোনও কর্মসংস্থান হয়নি।




তবে শিল্প করা এখনই সম্ভব না হলেও গ্রামের যুবক, যুবতী ও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে এল কেন্দ্রীয় খাদি ও গ্রামীণ শিল্প দফতর। আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন এখানে ব্যবস্থা করতে চলেছে বিশেষ প্রশিক্ষণের। সেই প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হবেন এলাকার যুবক যুবতীরা। সেই প্রশিক্ষণের প্রস্তুতি পর্ব শুরু হল মঙ্গলবার। ইস্পাত নগরী বার্নপুরের বার্ণপুর ক্লাবে অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে খাদি ও গ্রামাদ্যোগ কমিশনের রাজ্য ডাইরেক্টর শিবকুমার ও রাজ্য একজিকিউটিভ অফিসার সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা সরাসরি কথা বললেন উপভোক্তাদের সঙ্গে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় ৬৬ টি প্রকল্প সম্পর্কে বিষদ তথ্য তারা তুলে ধরলেন এদের কাছে। জবাব দিলেন সমস্ত প্রশ্নোত্তরের। এমনকি প্রশিক্ষণ পাওয়ার পর ব্যাঙ্কের লোন পেতে যাতে সমস্যা না হয় সেইজন্য এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজারদের আনা হয়।
এদিন বিজেপি বিধায়কর দাবি করে বলেন, ভাতা নয়, মহিলা ও যুবদের স্বনির্ভর করতে ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতেই কেন্দ্রীয় খাদি ও গ্রামান্নোয়ন মন্ত্রকের আধিকারিকরা কাজ করবে আসানসোল দক্ষিণ বিধান সভা এলাকায় । তিনি আরো বলেন, এলাকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে দিন কয়েক আগেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেছিলাম। তারপরেই খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের আধিকারিকরা এসে বিশেষ শিবিরের আয়োজন করেছেন বার্নপুরে। উদ্দেশ্যে মহিলা ও যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে, ব্যাঙ্কের লোন পাইয়ে স্বনির্ভর করে তোলা।
পশ্চিম বর্ধমান জেলায় পিএমইজিপি ইডিপি বা প্রধানমন্ত্রী কর্মসংস্থান বা স্কিল ডেভলপমেন্ট প্রশিক্ষণ সেন্টার নেই। এবার জেলায় তৈরি করা হবে কেন্দ্রের স্থায়ী প্রশিক্ষণ সেন্টার। বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, আমি একটি রাজনৈতিক দলের এক বিধায়ক হওয়ার আগে পেশাগতভাবে একজন ফ্যাশান ডিজাইনার। তাই বন্ধ হয়ে যাওয়া ঢাকেশ্বরী কটন মিল এলাকার বাসিন্দাদের খাদির মাধ্যমে নতুন শিল্পকর্মের সঙ্গে যুক্ত করে স্বনির্ভর করতে তিনি চাই।
আর বিধায়কের এই উদ্যোগে নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন আসানসোল দক্ষিণের যুবক, যুবতী থেকে বাড়ির মহিলারা।
কৃষ্ণ প্রসাদের প্রচেষ্টায় আসানসোলে প্রভু ছট ঘাটে ঐতিহাসিক প্রস্তুতি
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট, পর্যবেক্ষকের দায়িত্ব অভিজিৎ ঘটককে
আসানসোলে পৌরসভার নির্বাচন এর পূর্বে বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগদান