ASANSOL

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট, পর্যবেক্ষকের দায়িত্ব অভিজিৎ ঘটককে

অনুগামীদের মধ্যে খুশির হাওয়া, ত্রিপুরা রওয়ানা দেবেন আজই

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল, ৯ নভেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি
অভিজিৎ ঘটককে ত্রিপুরার পুরনিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হলো। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে মঙ্গলবার ত্রিপুরার পুর নির্বাচনে দলের বিভিন্ন পুরনিগম ও মিউনিসিপ্যাল কাউন্সিলের পর্যবেক্ষকদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়।
সেখানে জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটককে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পর্যবেক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। ত্রিপুরার রাজধানী পশ্চিম ত্রিপুরার আগরতলায় পুরনিগমের পর্যবেক্ষক হিসেবে অভিজিৎ ঘটককে ১৭টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।’

পর্যবেক্ষকের দায়িত্ব অভিজিৎ ঘটককে


এক সাক্ষাৎকারে এদিন সন্ধ্যায় তিনি বলেন, বুধবারই ত্রিপুরা চলে যাচ্ছি। এই দায়িত্ব দেওয়ার খবর এদিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয়েছে। দলের এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং। দল যেমন বলবে, তেমনই কাজ করবো। দলকে জেতানোর সবরকম চেষ্টা করবো।
আরো জানা গেছে, এদিন সন্ধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় ভার্চুয়াল বা ভিডিও কনফারেন্সে অভিজিৎ ঘটকের সঙ্গে দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা করেন।


তাকে দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার খবরে দলের তার অনুগামী হিসাবে পরিচিত কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে।
প্রসঙ্গতঃ, অভিজিৎ ঘটক রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের ভাই।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের বিধায়ক খোকন দাসকে ত্রিপুরার খোয়াই জেলার মিউনিসিপ্যাল কাউন্সিলের ভোটর দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *