দুর্গাপুরে এডিডিএ অবৈধ নির্মাণ ভাঙলো
বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর: দুর্গাপুর ২ নম্বর জাতীয় সড়কের পাশে আসানসোল – দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) জমি দখল করে অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল শুক্রবার উচ্ছেদ করলো দুর্গাপুর মহকুমা প্রশাসন। উচ্ছেদ অভিযানে এডিডিএ আধিকারিক ও মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি মাজিস্ট্রেট সহ সরকারি কর্মীরা উপস্থিত হয়।




উচ্ছেদ করতে এলাকায় অশান্তি এড়াতে
দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী এসিপি ও কমব্যাট ফোর্স আসে। মেশিনের সাহায্য প্রায় ১০ টি দোকান ও হোটেলের অস্থায়ী ছাউনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এডিডিএ সিইও নিতিন সিন্ঘানিয়া জানান বারংবার ওই অবৈধ নির্মাণ ভাঙা হলেও ওই ব্যাবসায়ীরা বারংবার জমি দখল করে অবৈধভাবে ব্যাবসা গড়ে তোলে। তাই এই অভিযান লাগাতার চলবে।