বামুনাড়ায় জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন অনুব্রত মণ্ডল
বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর: কাঁকসার বামুনাড়ায় জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে জগদ্ধাত্রী পুজোর সূচনা করা হয়।
অনুব্রত মণ্ডল ছাড়াও পুজোর সূচনায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল তৃনমূলের কর্মী-সমর্থকরা এবং পুজোর উদ্যোক্তারা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/11/FB_IMG_1636779203078-500x333.jpg)
কাঁকসার বামুনারা পোস্ট অফিস সংলগ্ন অগ্রণী সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো।
উদ্যোক্তারা জানিয়েছেন গত সাত বছর ধরে চন্দননগরের মতোই জগদ্ধাত্রী পুজোর আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন তারা।
সেই কারণে এবছরও নানান সেজে উঠেছে গোটা মন্ডপ চত্বর।
উদ্বোধন হওয়ার পর থেকেই মণ্ডপে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা।