বক্সিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার বার্নপুর বক্সিং স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্য স্তরের সাব জুনিয়র বক্সিং প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করার মাধ্যমে শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। সাংগঠনিক কমিটির সম্পাদক সাতনাম সিং ওরফে রাজু বক্সার মন্ত্রীকে সম্মান জানান।
মন্ত্রী অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও ধীরে ধীরে বক্সিংয়ের মতো খেলাও জনপ্রিয় হয়ে উঠছে। বেশ কিছুদিন ধরে বক্সিং খেলোয়াড়রা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের জন্য খ্যাতি এনেছে। আগামী সময়ে শিল্পাঞ্চল থেকেও নতুন বক্সারদের উত্থানের জন্য এমন অনুষ্ঠান খুবই দরকারি।
উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা অপেশাদার (অ্যামেচার) বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শেখর চন্দ্র কুন্ডু, আয়োজক কমিটির চেয়ারম্যান হরজিৎ সিং, সেল আইএসপি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল সুমন প্রমুখ।