মা দক্ষিণা কালী মন্দিরে শিশু দিবস পালিত হল
বেঙ্গল মিরর, আসানসোল : দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। রবিবার শিশু দিবস উপলক্ষে আসানসোলের ডিপুপারা এলাকায় অবস্থিত শ্রী শ্রী দক্ষিণ মা কালী মন্দির সোসাইটির প্রতিষ্ঠাতা মলয় মজুমদার ওরফে বাপি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পলাশ বাগানের দক্ষিণ কালী মন্দির কমপ্লেক্সে ৯০ জন শিশুকে জ্যাকেট, স্যানিটাইজার, মাস্ক, সাবান, চকলেট ইত্যাদি দেওয়া হয়। সম্প্রতি বন্যার সময় যেসকল সাধারণ মানুষ ডিপুপাড়া- বেলডাঙা এলাকায় আটকে গিয়েছিল, তাদেরকে তাদের ঘর থেকে বের করে নিয়ে এসে নিরাপত্তা জায়গায় রেখেছিল এমন 31 জন বাহাদুর যুবক কে পুরস্কৃত করা হলো শিশু দিবসের এই অনুষ্ঠানে।।
এ প্রসঙ্গে মলয় মজুমদার বলেন, আজ শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য অর্থবহ কিছু করার জন্য এই কর্মসূচি করা হয়েছে। পন্ডিত নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই এই অনুষ্ঠানের জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছিল।মলয় মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তাপস ঘোষ মিলি মজুমদার, সঞ্জয় ওরফে লাল্টু ব্যানার্জী, সুবীর রাউত, দীপঙ্কর দে, পার্থ গুহপাত্র, মনোজ তিওয়ারি প্রমুখ।
ফার্মাসিস্টদের নিয়মিত নিয়োগের দাবি রানীগঞ্জে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে
আসানসোলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবের উদ্যোগে শিবির ও সচেতনতা রেলি
পেট্রো পন্যের ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল ও সভা, ত্রিপুরায় হামলার অভিযোগ অস্বীকার