রক্তদান শিবিরে রক্তদাতাদের সম্বর্দ্ধনা দিলেন মন্ত্রী ও বিধায়ক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক রবিবার সিটি কেবল এবং ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে পৌঁছন। এই রক্তদান শিবির আয়োজনে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, আসানসোলের সমাজকর্মী প্রবীর ধর ছাড়াও ছিলেন বিদায়ী কাউন্সিলর ববিতা দাস। এখানে একটি এম্বুলেন্স উদ্বোধন করা হয়ে। দ্বিতীয় দিন এখানে ১৫৪ জন রক্তদান করেন।
আয়োজকরা জানান, ক্যাম্প থেকে মোট ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। রক্তদান শিবিরের উদ্বোধন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, রক্তের কোনো জাত বা ধর্ম নেই। এক বোতল রক্ত তিনজন মরণাপন্ন রোগীর জীবন বাঁচাতে পারে। রক্তদান সত্যিই একটি মহান দান। সিটিকেবল আসানসোলের ডাইরেক্টর জয়দীপ মুখার্জি, গুরুদাস চ্যাটার্জী, রবিউল ইসলাম, সুরেশ শেঠিয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।