আসানসোলে স্কুটিকে পিষে দিল ট্রাক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলে বাইকে ধাক্কা মারে ট্রাক। রবিবার রাতে আসানসোল শহরের জিটি রোড ভগত সিং মোড়ে একটি ট্রাক স্কুটিকে পিষে দেয়, দুর্ঘটনায় আহত হন স্কুটি আরোহী। এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাস্থলে ভিড় জমে যায়। পুলিশ বাসটিকে ও ট্রাকটি বাজেয়াপ্ত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি আসানসোলের দিকে আসছিল। একই সময়ে ভগৎ সিং মোড়ে
একটি স্কুটি ওই ট্রাক ধাক্কা দেয়। ট্রাক স্কুটিকে কার্যত পিষে দেয়। এই দুর্ঘটনায় যাত্রী আহত, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।