আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে শিশু দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: শিশু দিবস উপলক্ষে রবিবার আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ২১ জন শিশু অংশ নেয়। শিশুদের A এবং B বিভাগে বিভক্ত করা হয়। A ক্যাটাগরিতে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের রাখা হয়।
এই বিভাগে অঙ্কিতা গড়াই প্রথম, অঙ্কিতা দাস দ্বিতীয় এবং অনিক সিংহ তৃতীয় হয়েছেন। এদিকে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিশুদের B ক্যাটাগরিতে রাখা হয়। এই ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন অংকনা বোস, দ্বিতীয় হয়েছেন মোহনা মান্না এবং তৃতীয় হয়েছেন শ্রীজা মান্না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি, টাউন অফিসার মদন মোহন দত্ত, তপন দুবে প্রমুখ।