ASANSOL

আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের জন্মদিন পালন করা হলো

বেঙ্গল মিরর, আসানসোল, : আসানসোলের হটন রোডে মোড়ে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের জন্মদিন পালন করা হলো।সোমবার আসানসোলের INTTUC নেতা রাজু আলুওয়ালিয়ার উদ্যোগে কেক কেটে এই আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের জন্মদিন পালন করা হয়েছে।জানা গিয়েছে আজ 15 ই নভেম্বর আসানসোলের উত্তরের বিধায়ক তথা আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের জন্মদিন।তাই এই দিনটিকে আসানসোলে বিশেষ ভাবে পালন করা হয়েছে।এদিন মন্ত্রী মলয় ঘটকের ছবি রেখে ও কেক কেটে এই জন্মদিন পালন করা হয়েছে।এই জন্মদিনের মাধ্যমে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের দীর্ঘায়ু কামনাও করা হয়েছে। সকাল থেকেই সোশাল মিডিয়ার মাধ্য়মে কর্মী সমর্থকরা মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিছেন। বেঙ্গল মিররের পক্ষ থেকেও ওনাকে জন্মদিনের শুভেচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *