ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে চক্ষু ও বক্ষ বিভাগে ডিএনবি কোর্স, অনুমতি দিলো স্বাস্থ্য দপ্তর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ নভেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে চালু হতে চলেছে ডিএনবি ( ডিপ্লোমা ন্যাশানাল বোর্ড) কোর্সে চক্ষু বা আই ও চেষ্ট বা বক্ষ বিভাগ পড়ানোর অনুমতি মিললো। ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে এই দুটি বিভাগ চালু হবে বলে শুক্রবার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। প্রসঙ্গতঃ, ২০১৪ সালে আসানসোল জেলা হাসপাতালে ডিএনবি কোর্সে পড়াশোনা চালু হয়েছিলো।

বর্তমানে জেলা হাসপাতালে ৫ টি বিভাগ মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক ( শিশু), গাইনি ও এ্যানাসথেটিকে ডিএনবি কোর্স চালু আছে। এই ৫টি বিভাগে এই মুহুর্তে ১০ জন এমবিবিএস পাশ করা বিভিন্ন জায়গা থেকে আসা চিকিৎসক ডিএনবি কোর্সে পড়াশোনা করছেন। সাধারণত, এই কোর্সে পাঠরত পড়ুয়ারা হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে থেকে হাতে কলমে চিকিৎসার পাঠ নেন। ইনডোরের পাশাপাশি আউটডোরের তারা চিকিৎসকদের সঙ্গে থাকেন। বছর শেষে, তাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ।


জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালে চক্ষু ও বক্ষ বিভাগের ডিএনবি কোর্সে ২ জন করে মোট ৪ জন চিকিৎসক পড়ুয়া থাকবেন। তবে এই দুটি বিভাগে ডিগ্রি নয়, তার পরিবর্তে ডিপ্লোমা পড়ানো হবে। এই কোর্সের মেয়াদ ২ বছরের। এই দুটি বিভাগ চালু করতে পরিকাঠামো ঠিক কি আছে তা খতিয়ে দেখতে বেশ কিছু দিন আগে আসানসোল জেলা হাসপাতালে আসেন আরজিকর হাসপাতালের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অরুনাভ দত্ত চৌধুরী।


এই মুহুর্তে জেলা হাসপাতালের চক্ষু বিভাগে মোট তিনজন চিকিৎসক আছেন। বক্ষ বিভাগে চিকিৎসক রয়েছেন ২ জন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলা হাসপাতালে দুটি বিভাগেই পরিকাঠামো ঠিক আছে। তাই কোর্স চালু করার অনুমতি দেওয়া হলো।


এই প্রসঙ্গে জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, আগেই ৫ টি বিভাগে ডিএনবি কোর্স রয়েছে। আরো দুটি বিভাগে ডিএনবি কোর্স চালুর অনুমতি পাওয়া গেছে।
উল্লেখ করা যেতে পারে, ২০১৪ সালে রাজ্যে আসানসোল জেলা হাসপাতাল সহ মোট ৬ টি হাসপাতালে ডিএনবি কোর্স চালু হয়েছিলো। পরিবর্তী সময়ে আরো অনেক হাসপাতালে ডিএনবি কোর্স চালু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *