ASANSOLASANSOL-BURNPUR

পশ্চিম বর্ধমানে পৌরসভা ভোটের আগে শাখা সংগঠনগুলি ঘর গুছিয়ে নিলো তৃনমূল, কোর কমিটির সদস্য অশোক রুদ্রের উপস্থিতিতে WBTSTA জেলা কমিটির ঘোষণা

বেঙ্গল মিরর, আসানসোল: ২১ ই নভেম্বর, ২০২১, আসানসোলঃ ২০২২ এর শুরুতেই রাজ্যজুড়ে পৌরসভাগুলো ভোট, তার আগে শাখা সংগঠনগুলি ঘর গুছিয়ে নিলো পশ্চিম বর্ধমানে। তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের উপস্থিতিতে আজ পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজীব মুখার্জি, সংগঠনের রাজ্য সভাপতি দিবেন্দ্যু মুখার্জির অনুমতিক্রমে জেলা কমিটির ঘোষণা করেন।

অন্যদিকে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিমাদ্রি শেখর পাত্রের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র সহ সৌম্যদীপ ঘোষ,অভিজিত দে প্রমুখের উপস্থিতিতে জেলার পদাধিকারী ও চক্র নেতৃত্ব কে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বার্ণপুরের সংগঠনের অফিসে। সভার পর সংগঠনের রাজ্য সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্র জানান,মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে ও আসন্ন পৌরভোটে রাজ্যজুড়ে অভিষেক ব্যানার্জীর হাত শক্ত করার জন্য শিক্ষক সংগঠনের ভূমিকা কি হওয়া উচিত এ নিয়ে পূর্নাঙ্গ আলোচনা হলো ও ভবিষ্যতেও পশ্চিমবঙ্গের সর্বত্র জেলা ও চক্র কমিটি গুলোকে নিয়ে এইভাবে আলোচনা করা হবে।

কমিটিতে ড. কালিমুল হকের কার্যনির্বাহী সভাপতি, সুজাত হুসেন, অঙ্কিতা চৌধুরী, দীপিকা রাই, পার্থ প্রতিম পাল সহ-সভাপতি , নুরুল হক গান্ধী প্রসাদ নোনিয়া, সাধারণ সম্পাদক, দুর্বাদল মুখার্জি, অর্ধেন্দু শেখর রাই, জয়ন্ত মণ্ডল মুকেশ ঝা, গৌরাঙ্গ ব্যানার্জি, সম্পাদক ড. জয়জেব বিশ্বাস, জিতেন্দ্র পান্ডে কোষাধ্যক্ষ করা হয়েছে । 11 সদস্য হলেন অনুপ কুমার মন্ডল, শত্রুঘ্ন রাজাক, সব্যসাচী মিত্র, কাজী হিদায়াতুল্লাহ, অতনু দত্ত, জাহিদ হুসেন, কিংসুক গুপ্ত, সন্দীপ সরকার, সগির আলম কাদরী, উদয় শঙ্কর মুখার্জি, প্রবীর চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *