বার্ণপুর ইস্কো কারখানায় চুরির চেষ্টা, সিআইএসএফের হাতে পাকড়াও ১
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ নভেম্বরঃ পাঁচিল টপকে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুর ইস্কো কারখানা বা আইএসপির ভেতরে ঢুকে চুরির পরিকল্পনা নিয়েছিলো ৫ দূষ্কৃতি। কিন্তু সিআইএসএফ সেই খবর পেয়ে হানা দিয়ে কারখানার ভেতর থেকে একজনকে হাতেনাতে পাকড়াও করে। পরে সিআইএসএফ তাকে হিরাপুর থানার হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতর নাম জিতু পান্ডে। ধৃতর কাছ থেকে পুলিশ সিম সহ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে জেল হাজতের নির্দেশ দেন।ধৃতর কাছ থেকে পুলিশ তার সঙ্গীর নাম জানতে পারে। তাদের খোঁজ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে পাঁচিল টপকে ৫ দূষ্কৃতি বার্ণপুর ইস্কো কারখানার ভেতরে ঢুকে। তারা কারখানার সিভিল মেনটেন্সের গোডাউনের তালা ভেঙে চুরির চেষ্টা করছিলো। সেই খবর পেয়ে সিআইএসএফের জওয়ানরা আচমকাই সেখানে পৌঁছে যায়। তারা হাতেনাতে সেখান থেকে জিতু পান্ডেকে ধরে ফেলে। বাকি ৪ জন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ আসে। সিআইএসএফের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতর সঙ্গীদের ধরার চেষ্টা করা হচ্ছে।