আসানসোলে জানালা ভেঙে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ নভেম্বরঃ আসানসোলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে লক্ষাধিক টাকার জিনিষ নিয়ে চম্পট দিল চোরেরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিন থানার মহিশিলা কলোনির গ্রিন পল্লি এলাকায়। বুধবার সকালে চুরির ঘটনার কথা জানাজানি হওয়ায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে ও তদন্ত শুরু করে।
জানা গেছে, এক আত্মীয় মারা যাওয়ায় মঙ্গলবার বাড়ির সবাই অন্য জায়গায় গেছিলেন। বাড়িতে কেউ ছিলোনা। বুধবার সকালে বাড়ির লোকেরা এসে বাড়িতে ঢুকে হতচকিত হয়ে যান। তারা দেখেন, সব ঘরের আলমারি খোলা। জিনিস পত্র ছড়িয়ে পড়ে। একটা ঘরের পেছনের জানালা ভাঙ্গা রয়েছে। তারা বুঝতে পারেন যে, কেউ না থাকায় মঙ্গলবার রাতে কোন এক সময় ঐ জানালা ভেঙে চোরেরা ঢুকে লুঠপাট চালিয়েছে।
গৃহকর্ত্রী সঞ্চিতা চক্রবর্তী বলেন , মঙ্গলবার রাতে বাড়ি ফাঁকা ছিল। বাড়ির সকলে পাশের এলাকায় এক আত্মীয় মারা যাওয়ায় ঐ বাড়িতে গেছিলাম। সকালে এসে দেখি সব লন্ডভন্ড। রাতে কেউ না থাকায় সুযোগে বাড়ির একটি জানালা ভেঙে দুষ্কৃতিরা ভেতরে ঢুকে সোনার গহনা , কাঁসার থালা বাসন ও এটিএম কাড সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিষ চুরি করেছে ।
ঘটনার খবর দেওয়া হলে সকালে আসানসোল দক্ষিন থানার পুলিশ আসে। পুলিশ জানায়, চুরির একটা অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।