বারাবনি গ্রামে বৃদ্ধার বাড়ির ব্যবস্থা হলো না
বেঙ্গল মিরর,মনোজ শর্মা , বারাবনি : বারাবনি ব্লকের বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত বারাবনি গ্রামে কবরস্থান পাড়ায় আজ দীর্ঘকাল ধরে সাধনা বাউড়ি নামে এক মহিলা বছর 75 হবে কয়েকদিন আগে বৃষ্টিতে তার বাড়ি ভেঙে যায় পঞ্চায়েত থেকে পলিথিন দিয়ে ঢাকা দেয়া হল বলা হলো যে খুব শিগ্রই তে বাংলা আবাস যোজনার বাড়ি হবে কিন্তু এখন অব্দি কোন কিছু বাড়ির ব্যবস্থা করে দেয়া হলো না যে কোন সময় .মাটির দেয়াল পড়ে যেতে পারে .



