ASANSOL

আসানসোল প্রগতিশীল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দুদিনের বাউল উৎসব ও গুণীজন সম্বর্ধনা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ নভেম্বরঃ আসানসোলের শ্রীপল্লীর শ্রীসংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো দুদিনের প্রথম বর্ষ বাউল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১। আসানসোল প্রগতিশীল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে হওয়া দুদিনের উৎসব ও প্রতিযোগিতার সহযোগিতায় ছিলো শ্রীসংঘ ক্লাব। প্রথম দিন শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। রবিবার দুপুরের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।

অন্যদের মধ্যে ছিলেন দুই বিধায়ক বিধান উপাধ্যায় ও হরেরাম সিং, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এডিআরএম এমকে মীনা, পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, সম্পাদক নীলোত্পল রায় চৌধুরী, সহ অন্যান্যরা। এদিন উদ্যোক্তাদের তরফে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন আসানসোল জেলা হাসপাতালে সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, চিকিৎসক ডাঃ নির্ঝর মাজি, রক্ত দান আন্দোলনের নেতা প্রবীর ধর, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায়, নাট্যকার স্বপন বিশ্বাস, শিল্পী সুশান্ত রায়, শিল্পী তারক চট্টোপাধ্যায় আরো কয়েকজন।


এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগিদের পুরষ্কার দেওয়া হয়। দুদিনে বিভিন্ন জায়গা থেকে আসা বাউল শিল্পীরা বাউল পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *