আসানসোল উৎসব ২০২১ কোর কমিটির বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : (ASANSOL UTSAV 2021) শিল্পাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম আসানসোল উৎসব সম্পর্কিত কোর কমিটির প্রথম পর্বের বৈঠক রবিবার রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের সভাপতিত্বে তার আবাসিক অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন INTTUC-এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক, প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বরো চেয়ারম্যান অনিমেষ দাস, আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার চন্দ্রশেখর কুন্ডু, কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান তথা বিবি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি ওরফে রকেট, সমাজসেবী ও শিল্পপতি এইচএন মিশ্র, সুমিত গাঙ্গুলি, আসানসোল জেলা আদালতের পিপি ইন চার্জ স্বরাজ চ্যাটার্জি ওরফে বাচ্চুদা।
মন্ত্রী মলয় ঘটক বলেন যে, রবিবার আসানসোল উৎসব ২০২১ (ASANSOL UTSAV 2021) সংক্রান্ত প্রথম পর্বের বৈঠক হয়েছে। তিনি আরো বলেন যে নতুন বছরের প্রথম মাসে ৭ থেকে ১৬ ই জানুয়ারী,২০২২ (7 -16 January,2022) পর্যন্ত আসানসোল উৎসবের আয়োজন করা হবে। তিনি বলেন, শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে আসানসোল উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।