ASANSOLBengali News

বাস থেকে ধাতব সামগ্রী পাচারকাণ্ডে ঝাড়খন্ড ও আসানসোল থেকে আরো দুজন গ্রেপ্তার

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : ঝাড়খণ্ড থেকে আসা একটি যাত্রী বোঝাই আন্তঃ রাজ্য বাস থেকে   ২০ কেজি তামার তার সহ অন্যান্য ধাতব সামগ্রী ও গয়না উদ্ধারের ঘটনায় আসানসোল পুলিশ  ঝাড়খণ্ডের গোবিন্দপুর থেকে ধর্মেন্দ্রর সাউ নামে একজন এবং আসানসোল ঊষাগ্রামের আকাশ সাউ নামে আরো একজনকে গ্রেপ্তার করলো রবিবার ।ধর্মেন্দ্রর এই সব চোরাই  জিনিসপত্র আকাশের কাছে পাঠাতো অন্য লোকদের দিয়ে বলে পুলিশ জানতে পেরেছে।

উলেখ্য শুক্রবার আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়কে জুবিলি মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ হাজারীবাগ থেকে কলকাতাগামী বাসটিকে আটক করে। তল্লাশিতে গয়না ও ধাতব সামগ্রী পাওয়া যায়। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম হলো মহঃ ইরফান খান ও বদরুদ্দীন খান। ধৃতরা ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ইরফানকে ৪ দিনের পুলিশ রিমান্ড ও বদরুদ্দীনকে জেল হাজতের নির্দেশ দেন। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজির মতো তামার তার, ৬ কেজির মতো রুপোর গয়না। বাকিটা অন্য ধাতব সামগ্রী। 

Leave a Reply