উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে, WBTSTA এর বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার তৃণমূলের বিএনআর পার্টি অফিসে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি একটি সভার আয়োজন করে। এই বৈঠকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা কমিটির সদস্য ও ব্লকের সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়। এই বৈঠকে প্রধানত উপস্থিত ছিলেন সুজাত হুসেন, জয়দেব বিশ্বাস, উদাস চ্যাটার্জি, মুকেশ ঝা, গান্ধী প্রসাদ নোনিয়া, মহেশ বিন্দ এবং মনোজ কুশওয়াহা।
রাজীব মুখার্জি জানান, ১২ নভেম্বর নতুন জেলা কমিটি ঘোষণার পর এটাই প্রথম বৈঠক, এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠক ডাকা হয়েছিল শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ মাসে। উচ্চ মাধ্যমিক বোর্ড আগেই ঘোষণা করেছে যে এবার পরীক্ষার কেন্দ্র নিজ নিজ স্কুলে অর্থাৎ হোম সেন্টারে থাকবে। যার কারণে আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে।
রাজীব মুখার্জী আরো বলেন যে, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আসানসোল সাব ডিভিশনের জন্য বোর্ড আমাকে এবং দুর্গাপুর সাব ডিভিশনের জন্য ডাঃ কালিমুল হককে এই দায়িত্ব দিয়েছে, যার বৈঠক ৩ দিন আগে কলকাতায় সম্পন্ন হয়েছে। এ ছাড়া সদস্যদের আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দলের হাতকে শক্তিশালী করতে বলা হয়েছে। আগামী ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী করতে হবে, এই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করুন