আসানসোলে লক্ষাধিক টাকা মূল্যের গাছ উদ্ধার করল বনদপ্তর
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য।আসানসোল। বারাবনি এলাকার ই সি এলের শ্রীপুর এরিয়ার অন্তর্গত ভানোরা কলিয়ারির উপরধাওড়া এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের দুটি বড় সেগুন গাছ উদ্ধার করল বনদপ্তর। উদ্ধার হওয়া গাছগুলি বনদপ্তরের রেঞ্জ অফিসে রাখা হয়েছে। একই সঙ্গে সোমবারই ইসিএলের ঐ এলাকার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে বনদপ্তর থেকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে কিভাবে কারা এই গাছগুলো কেটে ছিল এবং ইসিএল কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে তা অবিলম্বে জানাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই বারাবনি, সালানপুর, কুলটি, আসানসোল সহ জেলার বিভিন্ন এলাকায় গাছ মাফিয়ারা অবাধে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ভাবনা নামে স্থানীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। মন্ত্রীর নির্দেশে বনদপ্তর এর উচ্চপদস্থ আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তার তদন্ত করেছেন। কিন্তু তারপরেও গাছ মাফিয়ারা যে সক্রিয় এই ঘটনা তা আবার প্রমাণ করল। বারাবনির ওই এলাকার বাসিন্দারা জানান গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ওই গাছগুলি ছিল।
রেঞ্জ অফিসার অচিন্ত সরকার জানান ইসিএলের ভানোরা এলাকার মধ্যে ওই দামি গাছ দুটি চোরেরা কেটেছে এই খবর আসতেই আমাদের স্থানীয় বিট অফিসার পুলিশকে জানায় ।বন ও পুলিশ দপ্তরের আধিকারিকরা গিয়ে দুটি কাটা গাছই উদ্ধার করে নিয়ে এসেছে। আমরা ইসিএল কর্তৃপক্ষ কে আজই নোটিশ পাঠিয়ে ঐ বিষয়ে যাবতীয় তথ্য চেয়েছি। সঠিক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সুত্র থেকে জানা যাচ্ছে সাত দিন আগে ওখানকার চাঁদমনি পুকুরের কাছে একটি এবং উপর ধাওরা এলাকার চারটি ও নিচু ধাওরা এলাকায় তিনটি সহ মোট আটটি গাছ কাটা হয়েছে ।কাছেই বারাবনি গ্রাম পঞ্চায়েত হওয়ায় সেখানকার প্রধান নরেশ বাউরী বলেন আমি বিষয়টি মৌখিকভাবে বনদপ্তর কে জানিয়েছি। লিখিত কোন অভিযোগ অবশ্য আমরা করিনি যেহেতু ইসিএলের জায়গা। রেঞ্জ অফিসার বলেন অবশ্য এই দুটি গাছ উদ্ধার ছাড়া বাকি গাছগুলি নিয়েও তারা খোঁজ করবেন।