দুজন শিক্ষক করোনা আক্রান্ত, দুদিনের জন্য স্কুল বন্ধ
বেঙ্গল মিরর, তনুশ্রী চৌধুরী, দুর্গাপুর : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল. আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে দুজন শিক্ষক করোনা আক্রান্ত. বাকি কয়েকজন শিক্ষকের রয়েছে জ্বর আপাতত দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন. এদিন মঙ্গলবার সকাল থেকে চলছে স্কুল চত্বরে স্যানিটাইজেশন. উদ্বেগে স্কুলে পড়া পড়ুয়া থেকে শুরু করে স্কুলে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা.
পুরো বিষয়টি ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্কুলেরই এক অশিক্ষক কর্মী. গত দু দিন আগে স্কুলেরই এক শিক্ষক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর করোনা আক্রান্তের খবর জানায়. সাথে সাথেই আরেক জন শিক্ষকের জ্বর থাকায় সেও করোনা টেস্ট করলে গতকাল সোমবার তারও রিপোর্ট পজিটিভ আসে. পাশাপাশি স্কুলের বেশ কয়েকজন শিক্ষকও রয়েছেন জ্বরে আক্রান্ত.
আজ মঙ্গলবার তাদের সকলেরই করানো হবে করোনা পরীক্ষা. পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই শিক্ষক সংস্পর্শে এসেছিলেন তাদেরও হবে আজ করোনা টেস্ট পূর্বস্থলী হসপিটালে. স্বভাবতই স্কুলে আসা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক