আসানসোলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ ডিসেম্বরঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শুক্রবার আসানসোলের সেন্ট মেরি গোরেটি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আসানসোল ও হিরাপুর সার্কেলের উদ্যোগে হওয়া এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যাতে বিশেষভাবে সক্ষম শিশুরা অংশ নিয়ে পারে। ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ( শিক্ষা) প্রশান্ত মন্ডল।
এই প্রসঙ্গে জেলা শিক্ষা আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস জানান, এদিন আসানসোল ও হিরাপুর সার্কেলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে শিশুদের বেশ কিছু ভিডিও দেখানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।




অন্যদিকে, বিশ্ব প্রতিবন্ধী দিবস এদিন আসানসোলের বিবি কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে ডঃ বসু বলেন, প্রতি বছর এই দিনটি পালিত হয়। গত বছর করোনার কারণে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তাতে আসানসোল ব্লাইন্ড অ্যাকাডেমির ছাত্ররা উপস্থিত ছিল।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই ক্রিকেট দলের মধ্যে একটি খেলার আয়োজন করা হয়েছে। দুই দলের খেলোয়াড়ই সবাই ব্লাইন্ড। ডঃ বসু বলেন, এটি সম্ভব হয়েছে কলেজের ইতিহাসের অধ্যাপক গৌতম মাঝির প্রচেষ্টায়। অধ্যাপক নিজেও ব্লাইন্ড ।
এদিন ওয়ার্ল্ড ডিজেবল ডে উপলক্ষে আসানসোলের কল্যাণপুর কে সেক্টর দুর্গাপুজো ময়দান হইতে ডাঃ বিধানচন্দ্র রায় স্ট্যাচু পর্যন্ত একটি রেলির আয়োজন করা হয়।