আসানসোলে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে বৈঠক
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ ডিসেম্বরঃ আসানসোলের কন্যাপুরে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভাকক্ষে শনিবার রাজ্য সরকারের ‘ উৎকর্ষ বাংলা ‘ প্রকল্পের রূপায়ণ নিয়ে এক বৈঠক হয়। সেই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের কিভাবে এই প্রকল্পে যুক্ত করা যায় তা নিয়ে এক আলোচনা করা হয় ।
এই বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে আসানসোলে এসেছিলেন রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন বিভাগের মুখ্যসচিব অনুপ কুমার আগরওয়াল। এছাড়াও বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক ডঃ অভিজিৎ শেভালে , আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, জগদীশ বাগরি, রোহিত খৈতান প্রমুখেরা। বৈঠকে উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।