বন্যা পীড়িতদের সহায়তায় আসানসোল কালচারাল ফ্রন্টের দুদিনের থিয়েটার উৎসব
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ ডিসেম্বরঃ আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল কালচারাল ফ্রন্টের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দুদিনের থিয়েটার উৎসব । কিছুদিন আগে আসানসোলে প্রচুর বৃষ্টি হয়। তাতে আসানসোলের রেলপার সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। বলতে গেলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্থ হন। সেইসব ক্ষতিগ্রস্ত মানুষজনের সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে প্রলয় পাত্র এদিন জানান।




শনিবার উৎসবের প্রথম নিবেদন ছিল সাংস্কৃতিক সংস্থা ” উড়ান “র পরিচালনায় এক পথ নাটক। তাতে অংশগ্রহণ করেন আসানসোলের শীতলা বাউরি পাড়ার শিল্পীরা। নাটকে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও সংগ্রামের কথা। উড়ানের পক্ষে সুমিত বন্দোপাধ্যায় বলেন, উদ্যোক্তাদের তরফে আমাদেরকে একটি নাটক করতে বলা হয়েছিলো।