অবৈধ দখলদারদের সরানোর জন্য চন্দ্রশেখর সম্মানিত
বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন : কুলটি ও বরাকরে, মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক অবৈধ দখল সরানোর কাজ পুরোদমে চলছে, যা বরাকর স্টেশন রোডে অবৈধভাবে ওভার ড্রেনের উপর দখলদারদের সরানোর জন্য ব্যাপকভাবে কাজ করা হচ্ছে। এই কাজে খুশি হয়ে, সোমবার আসানসোল পৌরসভার কুলটি বরো অফিসে বরাকর বেগুনিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন বরো ৯ এবং ১০ এর ইনচার্জ চন্দ্রশেখর কুন্ডুকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে সম্মানিত করা হয়।
সংবর্ধনা দেওয়ার সময় সংগঠনের সহ-সভাপতি রামমোহন ভট্টাচার্য, উপ-সচিব সুজিত লায়ক, সংস্থার সদস্য কাঞ্চন ব্যানার্জী এবং পিনু চ্যাটার্জিও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বরাকর সিটি ও বরাকর রোডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের সদস্য এবং বোরো ইনচার্জ চন্দ্রশেখর কুন্ডু, বরাকর বেগুনিয়া নাগরিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন যে যতদিন আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছি, ততদিন আমি শহরের উন্নতির জন্য কাজ করব এবং বরাকরের বাসিন্দাদের অসুবিধের সম্মুখীন যাতে না হতে হয় সে বিষয়ে খেয়াল রাখব।