Bengali NewsKULTI-BARAKAR

জমিজটে উৎপাদন বন্ধ ক্ষতির মুখে দামাগড়িয়া খোলামুখ খনি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গত দুর্গাপুজোর আগের থেকে বিসিসি এলের-দামাগড়িয়া খোলামুখ কয়লাখনির কয়লা উৎপাদদেনের কাজ বন্ধ করেদেন জমিদাতা চাষীরা। অভিযোগ যে খনি কতৃপক্ষ চাষীদের জমি কেটে কয়লা উত্তল্লন করে নেওয়ার পরে কোনো ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে যে চাকরি তাও ক্ষতিগ্রস্থ চাষীরা পায়নি ।তাই শেষমেশ তাঁদের দাবীকে সামনে রেখে খোলামুখ কয়লা ক্ষনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষীরা।

দীর্ঘ দিন খনির উৎপাদন বন্ধ আর তাই মঙ্গল বার অর্থাৎ আজ সকালে খনির কতৃপক্ষ জমিদাতা চাসী দের সাথে আলোচনা না করেই সিআইএসএফ সঙ্গে নিয়ে ক্ষনির উত্তোলনের কাজের জন্য খনিতে মেশিন ও যানবাহন নামায় আর তারফলে জমিদাতা চাষীরা বিক্ষোভ দেখাতে শুরুকরেন এর পরেই আবারো পুনরায় ক্ষনির কাজবন্ধ করতে হয়।বিক্ষোভ কারী চাষীদের দাবি যে আমরা ক্ষনি বন্ধের পক্ষে নয় কিন্তু আমাদের চাষ যোগ্য জমি কেটে কয়লা উত্তোলন করেছে কতৃপক্ষ আর তার কোনো ক্ষতিপূরণ বা চাকরি মেলেনি

তাই আমাদের দাবি অবিলম্বে যার যেমন ভাবে চাকরিতে নিয়োগের ফাইল ঠিক আছে তাঁদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং বেশ কিছু চাষীদের জমি রেজিস্ট্রি করতে হবে ।তবে এই বিষয়ে খনি কতৃপক্ষ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দীর্ঘদিন খনির কয়লাউৎপাদন বন্ধ থাকতে বিশাল আর্থিক ক্ষতির মুখে বি সি সি এলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনি বলে খবর ।

মানবদেহের বিভিন্ন অঙ্গের বিঞ্জান ভিত্তিক ভিডিও, এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলা রানিগঞ্জের ক্ষুদের পাশে শ্যামসেল স্টিল অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *