ASANSOLASANSOL-BURNPUR

আসানসোলে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের অশোক রুদ্রের উদ্যোগে ফুটবল ও কম্বল বিতরণ

বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দীপ সেন : সোমবার বার্ণপুরে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ৮ টি মহিলা ফুটবল ক্লাব সহ ৪৮ টি ক্লাব (স্কুল,ক্লাব,একাডেমি) কে ২০০ টি ফুটবল বিতরণ করা হয়। একইসঙ্গে ৫০০ জন মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় , ছাত্র-যুব সাংস্কৃতিক পরিষদের সভাপতি অশোক রুদ্র, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ,আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস , ইসকো হাসপাতালের ডেপুটি সিএমওএইচ ডঃ মনীশ ঝাঁ, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দাস সহ একাধিক প্রাক্তন ফুটবলার ও ক্রীড়াবিদ, ববিতা দাস,অমিত সেন, শিক্ষাসেলের অমিতাভ দাস, হিমাদ্রি শেখর পাত্র,রাজীব মুখার্জি প্রমুখেরা। । অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা বার্ণপুরে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ফুটবল ও শীতবস্ত্র বিতরনের এই উদ্যোগের প্রশংসা করেন

ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের সভাপতি অশোক রুদ্র জানান আজ বার্ণপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আটটি মহিলা ফুটবল ক্লাব সহ মোট পঞ্চাশটি ক্লাবকে দুশোটি ফুটবল বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত “খেলা হবে” কার্যক্রম কে অনুসরণ করে এই ফুটবল বিতরণ কর্মসূচি।উপস্থিত ক্লাবগুলোর হাতে ফুটবল তুলে দেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার শ্রী বিশ্বজিৎ দাস সহ একাধিক এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদরা। এর পাশাপাশি এলাকার পাঁচশ আর্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের সদস্যরা ও সঞ্চালক সৌম্যদীপ ঘোষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *