Bengali NewsRANIGANJ-JAMURIA

তিরাট পঞ্চায়েত এলাকায় বাড়িতে আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জির, রানীগঞ্জ : মঙ্গলবার দুপুরে রানীগঞ্জ বড় বাজারে আগুন লাগার ঘটনার পর মঙ্গলবার বিকেল নাগাদ রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত এলাকায় এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ওই আসিস মন্ডল নামের এক চপ বিক্রেতার বাড়িতে । দৌদৌ করে জ্বলতে থাকে বাড়ির খড়ের ঘর। স্থানীয়রা ও বাড়ির সদস্যরা বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের খবর দেয়।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে যুদ্ধকালীন তৎপরতায় গ্রামীণদের মদতে আগুন নেভানোর কাজ। তবে এই আগুনের ভয়াবহতা এতই ছিল যে মুহূর্তে বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে ছারখার হয়ে যায়। বিকেল পৌনে পাঁচটা নাগাদ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছলেও কোন সমস্যা সমাধান হয়নি। তারা পৌঁছে জনবসতির মাঝে থাকা ওই বাড়িতে জল ছরিয়ে আগুন নেভাতে তৎপর হয়। জানা গেছে আশিস মণ্ডল নামে ওই বাড়ির মালিক এদিন বাড়ির বাইরে চপের দোকান লাগাতে গিয়েছিল তখন ই কোন অজ্ঞাত কারণে এই আগুন লাগার ঘটনাটি ঘটে আর এরপরই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সর্বত্র। খড়ের বাড়ি মুহূর্তে ছারখার হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *