RANIGANJ-JAMURIA

পৌরসভা নির্বাচনের আগে মহিলা শক্তিকে একত্রিত করার লক্ষ্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জির, রানীগঞ্জ : পৌরসভা নির্বাচনের আগে মহিলা শক্তিকে একত্রিত করার লক্ষ্যে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনহিতকর কাজ কর্ম সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার বিকেলে রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের 6-7 নম্বর কলোনি এলাকায় মহিলা তৃণমূলের রানীগঞ্জ শহর শাখার পক্ষ থেকে তৃণমূলের রানীগঞ্জ শহর মহিলা তৃণমূল সভানেত্রী নেহা সাউ এর নেতৃত্বে এক মহিলা সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত হন তৃণমূল জেলা মহিলা নেত্রী মিনতি হাজরা, তার সাথেই বক্তা হিসেবে উপস্থিত হন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদিকা গীতশ্রী হাজরা, স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীদের মধ্যে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় পায়েল সাউ , নমিতা সিং, জয়া মালাকার, খুশবো সাউ, আশা মাহাতো প্রমুখকে। এদিনের এই সভায় মিনতি হাজরা জানান বাম সরকারের 34 বছর রাজ্যে কোন উন্নয়ন লক্ষ্য করা যায়নি পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করে

তিনি দাবি করেন কেন্দ্রের মোদি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ছিল যা মানুষ এই নির্বাচনগুলিতে লক্ষ্য করেছে, সেখানেই তৃণমূল সুপ্রিমো যে সমস্ত দাবি করেছিলেন নির্বাচনের আগে যা যা প্রকল্প তিনি ভাবনা চিন্তার মধ্যে রেখেছিলেন তা তিনি বাস্তব রূপ দিয়েছেন এ বিষয়ে জানান দিয়ে তিনি সিপিএম ও বিজেপির কটাক্ষের সুরে বেঁধেন।

Leave a Reply