আসানসোলের পুর প্রশাসক চন্দ্রশেখর কুণ্ডূর জীবন নিয়ে লেখা উপন্যাস ফুডম্যান প্রকাশিত হলো
বেঙ্গল মিরর, আসানসোল ঃ প্রকাশিত হলো লেখক সুদীপ ভট্টাচার্যর লেখা কুলটির পুরপ্রশাসক চন্দ্রশেখর কুণ্ডূর জীবন নিয়ে লেখা উপন্যাস ফুডম্যান। আজ অনুষ্ঠান হলো কলকাতার এক্সাইস অফিসার্স ক্লাবে। সাত বছর আগে চন্দ্রশেখর আসানসোল থেকে খাবার বাঁচাও আন্দোলন শুরু করেন। এখন তার অনুরাগী, প্রাক্তন ছাত্র ছাত্রী ও বন্ধুরা এই কাজকে অনেক ছড়িয়ে দিয়েছেন।




এই লকডাউনে বাংলার চারটি জেলায় ছাব্বিশটি বিনামূল্যে কোচিং স্কুল বই টই হই চইও শুরু করেছেন। উল্লেখ্য় চন্দ্রশেখর কুণ্ডূ বিগত কেয়ক বছর ধরে রাজ্য়ের বিভিন্ন এলাকায় খাবার বাঁচাও অভিযান চালাছেন। এই নিয়ে ওনাকে অনেকবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সম্বর্দ্ধনা ও দেওয়া হয়েছে। আসনসোল পৌর নিগমের চেয়ারপার্সন অমরনাথ চট্টোপাধ্য়ায় এই নিয়ে বলেন এটা আমাদের জন্য় গর্বের বিষয়।